October 30, 2024

কালিয়াগঞ্জে বসন্ত উৎসবের জোর প্রস্তুতি

1 min read

তপন চক্রবর্তী  উত্তরদিনাজপুর--বসন্ত আজ দোর গোড়ায় এসে উকি মারছে।পলাশ ফুলতো বটেই শিমুল ফুলেও লাল রঙ জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে।আর তাইতো উত্তরদিনাজুর জেলার কালিয়াগঞ্জে বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সহ যোগীতায় 7তম বর্ষ বসন্ত উৎসবের চলছে জোর প্রস্তুতি।কালিয়াগঞ্জ বসন্ত উৎসবের যুগ্ম আহ্বায় ক অরুন কুমার বোস ও সুদীপ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে বলেন এবারের রংয়ের উৎসব বসন্ত উৎসবের বর্নাঢ্য শোভা যাত্রা 1লা মার্চ 16ই ফাল্গুন সকাল 7,30মিনিটে বর্ণময় হয়ে উঠবে।এবারের শোভাযাত্রা শুরু হবে মহেন্দ্রগঞ্জের নাটমন্দির প্রাঙ্গণ থেকে।বর্ণাঢ্য শোভা যাত্রাটি নৃত্য ও সংগীতের মূর্ছনায় বসন্তের আবিরে রাঙিয়ে পুনরায় ফিরে আসবে নাটমন্দির প্রাঙ্গনে। বর্ণাঢ্য শোভাযাত্রায় মহিলারা বাসন্তী রংয়ের শাড়ি ও লাল ব্লাউজ এবং পুরুষেরা সাদা পাঞ্জাবি ও পাজামা পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে জানান।বসন্ত উৎসব কমিটির সাংস্কৃতিক উপ সমিতির আহ্বায়ক প্রবীর কুমার দে(পার্থ)জানান নাটমন্দির প্রাঙ্গনে এর পর বসন্ত উৎসবের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে।সাংষ্কৃতি অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন নৃত্য ও সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কালিয়াগঞ্জ বাসীদের তাদের সেরা নৃত্য ও সংগীতের মাধ্যমে বসন্ত বন্দনায় মাতিয়ে তুলবে বলে প্রবীরবাবু জানান। কালিয়াগঞ্জ বসন্ত উৎসৱ কমিটির অপর যুগ্ম আহবায়ক সুদীপ ভট্টাচার্য্য বলেন কাালিয়াগঞ্জ বসন্ত উৎসবের  বর্ণাঢ্য শোভা যাত্রায়  বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পা মেলাবেন কালিয়াগঞ্জের পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল, ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়,কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ: জ্যাকরিয়া,পৌরসভার সমস্ত কমিশনারগন সহ কালিয়াগঞ্জ শহরের সর্বস্তরের মানুষ এই বর্ণময় শোভা যাত্রায় অংশগ্রহণ করবেন বলে তার বিশ্বাস।তাই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে চলছে জোর তৎপরতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *