December 22, 2024

চান্দলের অব্যবহৃত কৃষি মণ্ডিতে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে স্টল নির্মাণ কার আশীর্বাদে প্রশ্ন গ্রামবাসীদের

1 min read


তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর– আশির দশকে উত্তরদিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে কৃষকদের স্বার্থে তৈরি করা হয়েছিল কৃষি বাজার।
বর্তমানে যে বাজারটি  এক কথায় সমাজবিরোধীদের স্বর্গ রাজ্য। কৃষকদের জন্য কৃষি বাজারের সমস্ত সুযোগ সুবিধা করা হলেও কোন কৃষকরাই সেই বাজারে কৃষি পণ্য বিক্রয় না করে ফতেপুর রাস্তার ওপর বসে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে।অথচ সেই চান্দলে কয়েক লক্ষ টাকা ব্যয় করে 13টি স্টল নির্মাণ করে রাখা হল কার স্বার্থে।
যে স্টলগুলি দীর্ঘ 10 বছর ধরে পরে পরে নষ্ট হলেও দেখার মত কোন লোক নেই।চান্দল গ্রামের বেশ কিছু মানুষের অভিযোগ যেখানে কোন বাজার বসেনা সেখানে কাকে সন্তুষ্ট করতে এতগুলি টাকা জলে ফেলে দেওয়া হল গ্রাম বাসীদের প্রশ্ন। এব্যাপারে চান্দল কৃষি বাজার কমিটির  সেক্রেটারি কে বার বার রায়গঞ্জের কার্নজোড়ায় অফিসে ফোন করেও তাকে পাওয়া যায়নি।

গ্রাম বাসীদের অভিযোগ এই কৃষি মার্কেটের অফিসে এক শ্রেণীর দালালদের দ্বারা এই আর্থিক কাজগুলি করানো হচ্ছে।গ্রাম বাসীদের আরো অভিযোগ এই অফিসের   কতিপয় আধিকারীকেরাও এই সমস্ত আর্থিক কেলেঙ্কারির সাথে নাকি যুক্ত থাকলেও থাকতে পারে।
যদিও সব কিছু জেনে শুনেও  শাসক দলের নেতারাও মুখে কুলুপ লাগিয়ে বসে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *