মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব পেল জীম সামগ্রী
1 min readউত্তর দিনাজপুর প্রেস ক্লাবে মাল্টিজীমের শুভ উদ্ধোধন হতে চলেছে দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে ।রায়গঞ্জে অবস্থিত প্রেসক্লাবে মঙ্গলবার কলকাতা থেকে ট্রাকে করে জীমের সামগ্রী এসে পৌঁছায় । উল্লেখ্য প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্যরা গতবছরে চোপড়ায় মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের জন্য জিমের প্রস্তাব দেন। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
সম্প্রতি রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রেস ক্লাবে আসেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিশিষ্ট সাংবাদিক বিশ্ব মজুমদার। জিমের কাজ দ্রুত শেষ করার জন্য জেলাশাসক আয়েষা রানী-র সঙ্গে কথা বলেন ইন্দ্রনীল সেন। এরপর দ্রুততার সঙ্গে মাল্টিজিম তৈরির বিষয়ে উদ্যোগী হন জেলাশাসক।
প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র বলেন,” চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকরা শরীরচর্চা করতে পারবেন। সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। কিছু সংস্কারের কাজ শেষ করে তাড়াতাড়ি জিমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে।