তামিলনাড়ুতে রাম রাজ্য রথ যাত্রা, তোলপাড় বিধানসভা
1 min readপ্রীতম সাঁতরা : তামিলনাড়ুতে প্রবেশ করল রাম রাজ্য রথযাত্র। যা নিয়ে রীতিমত তোলপাড় তামিলনাড়ু বিধানসভা। বিরোধীদের একটাই প্রশ্ন, সরকার কেন প্রশ্রই দিল এ ধরণের কর্মসূচির। বিধাসভার পড়ে বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে বিধানসভার বাইরেও। গ্রেফতার করা হয় ডিএমকের কার্যনির্বাহী সম্পাদক এম কে স্ট্যালিন। প্রসঙ্গত উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির করার দাবী আরও জোরদার করতে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এই রথ যাত্রা। আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যা থেকে শুরু হয়ে এদিন তামিলনাড়ুতে পৌছায় রথ যাত্রা। এমনিতেই অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে কম জলঘোলা হয়নি এই দেশে। তার প্রেক্ষিতেই কিছুদিন আগে স্ট্যালিন জানিয়েছিলেন, এরূপ কর্মসূচির ফলে ক্ষুন্ন হতে পারে রাজ্যের সাম্প্রদায়িকতা।