December 22, 2024

ইসলামপুরে তৃনমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রয়াত গৌতম গুপ্তের স্মরণে এক স্মরণসভা

1 min read
তৃনমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রয়াত গৌতম গুপ্তের স্মরণে এক স্মরণসভার আয়োজন করেছিল সোমবার গৌতম গুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। রবীন্দ্রসংগীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী সঞ্জীব বাগচী। প্রয়াত নেতার স্মৃতিতে উঠে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করেন সবাই।  উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও একদা গৌতম গুপ্তের রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বিধায়ক তথা স্থানীয় পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল গৌতম গুপ্তের স্মৃতিচারণা করেন। রাজ্যের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী গোলাম রব্বানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি তবে তিনি স্মৃতিচারণা ও শোকবার্তা পাঠিয়েছেন। ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য রাখেন সিপিএম নেতা বিকাশ দাস। গৌতম গুপ্তের সান্নিধ্যে থাকার কথা বলেন সমর দাস। নিজের চাকরি জীবনের অনুষঙ্গে গৌতম গুপ্তের সাথে যোগাযোগের গল্প শোনান নিশিকান্ত সিনহা। নাট্য কর্মী উত্তম সরকার সংস্কৃতি প্রেমী গৌতম বাবুর কথা তুলে ধরেন। সবশেষে “এই কি গো শেষ দান…” সমাপ্তি সংগীত গেয়ে জননেতা গৌতম গুপ্তের সংক্ষিপ্ত স্মৃতিচারণা ও শ্রদ্ধাজ্ঞাপন করেন চেতনার সম্পাদক কবি কৌস্তুভ দে সরকার। অনুষ্ঠানের  সঞ্চালনায় ছিলেন শৈবাল মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *