December 22, 2024

পথ নিরাপত্তার পাঠ দিতে উত্তরবঙ্গে প্রথম থিম পার্ক

1 min read

 হেমতাবাদ উত্তরবঙ্গে  এই প্রথম পথ নিরাপত্তার পাঠ দিতে থিম পার্ক ।পথ চলতি দুর্ঘটনা রুখতে এক অভিনব উদ্যোগ প্রশাসনের ।সেভ ড্রাইভ সেভ লাইফের মডেল পার্ক তৈরি হচ্ছে এই প্রথম  উত্তর দিনাজপুরের হেমতাবাদে।জেলা প্রশাসনের উদ্যোগে দুই বিঘা জমিতে তৈরি হচ্ছে এই মডেল পার্ক ।সাধারণ পার্কের মতোই এই পার্কে থাকছে দোলনা,স্লিপার ,বসার চেযার থেকে শুরু করে বিভিন্ন মডেল পোস্টার ও ট্রাফিক সিগনাল। ছোটো থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে নিরাপত্তার পাঠ দিতে এই বিশেষ পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন ।উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে হেমতাবাদে সভা করতে এসে সেভ ড্রাইভ সেভ লাইফের মডেল পার্কের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায এর পরেই দ্রুত গতীতে চলছে মডেল পার্ক ।জেলা প্রশাসন সুত্রে জানা গেছে পার্কটিতে অন্যান্য পার্কের মতো দোলনা,স্লিপার থাকলেও এটা একটি মডেল পার্ক যা উত্তরবঙ্গে এই প্রথম  ।পার্কে বাচ্চাদের পথ নিরাপত্তার জ্ঞান দিতে পথ চলতি দুর্ঘটনা থেকে সাবধানতার জন্য পোস্টার ,ব্যানার সহ বিভিন্ন ট্রাফিক রুল।যেগুলি বাচ্চাদের ছোটো থেকে পথ নিরাপত্তার বার্তা পৌচে দিবে। আনুমানিক 25 লক্ষ টাকা ব্যায করে এই পার্কটি তৈরি করা হয়েছে ।এই পার্কের মাধ্যমে  আগামীতে ছাত্রছাত্রী দের নিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে নানা প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান জেলা শাসক।জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *