ইভটিজিং ও শ্লীলতাহানির মতো ঘটনা বন্ধ করতে শহরের বিভিন্ন এলাকায় সাদা পোশাকের মহিলা পুলিশ
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা,রায়গঞ্জঃ রায়গঞ্জের রোমিওরা সাবধান! শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, শহরের বিভিন্ন গার্লস স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে সাদা পোশাকের মহিলা পুলিশ। ইভটিজিং ও শ্লীলতাহানির মতো ঘটনা বন্ধ করতে অভিযানে নামলো রায়গঞ্জ মহিলা থানার বিশেষ দল।রায়গঞ্জ শহরে সিসিটিভি দিয়ে কড়া নজরদারি চালানোর পাশাপাশি শহরের প্রতিটি গার্লস স্কুলের সামনে, এছাড়াও শপিং মলে থাকবে সাদা পোশাকের মহিলা পুলিশ।
রায়গঞ্জ শহরের বিভিন্ন গার্লস স্কুলের সামনে রোমিওদের কটুক্তি এবং ইভটিজিং এর অভিযোগ আসছিল বহুদিন ধরে পুলিশের কাছে। বিভিন্ন মোটরবাইক আরোহী, টোটো চালকদের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ বেশি আসছিল। শহরে ইভটিজিং রুখতে ও শ্লীলতাহানি বন্ধ করতে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ শুরু করেছে বিশেষ অভিযান। সিসিটিভিতে নজরদারি রাখার পাশাপাশি এবার থেকে প্রতিদিন স্কুল কলেজ শুরু এবং ছুটির সময়ে নজরদারি চালাবে সাদা পোশাকের মহিলা পুলিশ।
এছাড়াও রায়গঞ্জ শহরের বিভিন্ন শপিং মল, বাজার এলাকায়, বিভিন্ন পার্কের সামনে কড়া নজরদারি চালাবে মহিলা পুলিশের একটি বিশেষ দল। রায়গঞ্জ মহিলা থানার ওসি শাশ্বতী কর্মকার বলেন,মেয়েদের স্কুল কলেজ যাওয়া ও আসার পথে এবং স্কুল কলেজের মোড়ে মোড়ে যুবতী মেয়ে সেজে দাঁড়িয়ে রোমিওদের ধরার কাজ ইতিমধ্যেই শুরু করছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। এর পাশাপাশি সিসিটিভিতেও বিশেষ নজরদারি চালানো হবে।তিনি আরও জানান মহিলা পুলিশের এই অভিযান লাগাতার চালানো হবে।