ঝাড়গ্রামে বিদ্যুৎ গ্রাহকদের ডেপুটেশন ডিভিশনাল ম্যানেজারের কাছে
1 min readশ্যাম ব্যানার্জী ঝাড়গ্রাম ঃ- মোট ৭ দফা দাবী নিয়ে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের ঝাড়গ্রামের ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল কয়েকশ বিদ্যুৎ গ্রাহক lজেলার বিভিন্ন গ্রাম থেকে বিদ্যুৎ গ্রাহক গন হাজীর হয় জেলা শহর ঝাড়গ্রামে lতারপর তারা মিছিল করে ডিভিশনাল ম্যানেজারের অফিসের সামনে হাজির হয় l
তাদের মিছিল শহরের পাঁচমাথা মোড় হয়ে পৌঁছয় বিদ্যুৎ দপ্তরে lদীর্ঘক্ষন বক্তব্য রাখে গ্রাহক রা lআমলাশোল,মাছকাঁদনা ,ঠাকরোনপাহাড়ী ,ও জেলার আরও গ্রাম থেকে হাজির গ্রাহক গন l
তাদের মূলত দাবী বর্তমানে জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে বিরাট অঙ্কের বিদ্যুৎবিল যে গুলোর কোন সমস্যার সমাধান হয়নি গ্রামের পর গ্রাম লাইন কেটে দিচ্ছে ,ফলে গ্রামের পর গ্রাম অন্ধকারে রয়েছে ,অবিলম্বে বিদ্যুৎবিল ৫০% শতাংশ করতে হবে ,কৃষি বিদ্যুৎ গ্রাহক দের বাঁশের খুটির পরিবর্তে পাকা খুঁটি দিতে হবে ,মিটার বিহীন কৃষক দের কাছ থেকে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে ইত্যাদি দাবী নিয়ে ডেপুটেশন দেয় বিদ্যুৎ দপ্তরে l