October 30, 2024

ইসলামপুরে রাম নবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রায় ব্যাপক মানুষের উৎসাহ

1 min read

রৌনক যাদব পুলিশ প্রশাসনের উপস্থিতেই ব্যাপক অস্ত্র সহ শোভাযাত্রা সামীল রাম ভক্তরা।রবীবার সারা দেশের পাশাপাশি ইসলামপুরেও পালিত হল রাম নবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা।বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রাম নবমী উপলক্ষে সোভাযাত্রায় ব্যাপক মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায়।রাম নবমী উপলক্ষে আয়োজিত সভাযাত্রা ইতিমধ্যেই রাজ্যের সেরা শোভাযাত্রার ছাপ ফেলে দিয়েছে।

গত বছর ইসলামপুরের শোভাযাত্রায় প্রায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি বিভিন্ন মহলে সাড়া ফেলে দিয়েছিল।এবছর রাম নবমীর শোভাযাত্রায় প্রায় তিন লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী হাই স্কুলের মাঠ থেকে ৩১ নং জাতীয় সড়ক দিয়ে বাসটার্মিনাস হয়ে ইসলামপুর বাজার হয় তিনপুল মোড় হয়ে জীবন মোড়ের সুভাষ নগর জুনিয়ার হাই স্কুলের মাঠে এই শোভাযাত্রা শেষ হয়।সেখানে শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের খিচুরী প্রসাদ বিতরন করা হয়।

ইসলামপুর মহকুমার প্রতিটি ব্লক থেকে হিন্দু ধর্মপ্রান মানুষরা ইসলামপুরের রাম নবমীরর শোভাযাত্রায় সামিল হন।ইসলামপুরের রাম নবমী শোভাযাত্রা পরিচালনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ।আজকের এই শোভাযাত্রায় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাঁবু বানিয়ে জল ও সরবত পান করানোর ব্যাবস্থা করা হয়।ইসলামপুরের তৃনমলের বিধায়ক কানাইলাল আগরওয়ালা ইসলামপুর বাস টার্মিনাসে দাড়িয়ে থেকে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের উৎসাহ উদ্দিপনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *