কালিয়াগঞ্জ কলেজ মাঠে দিনদুপুরে চলছে গাঁজা ও মদের নেশা।
1 min read সারাদেশে মাদকের বিষাক্ত ছোবলশেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা। মরণ নেশারবিস্তারে সমাজে একদিকে যেমন অপরাধ বাড়ছে, তেমনিভাবে তৈরি হচ্ছেবিশৃঙ্খলতা।ব্যক্তি ও পারিবারিক জীবনের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা এবং মূল্যবোধের অভাবের সুযোগ নিয়ে মাদকতার বিষাক্ত হাতবাড়িয়ে দিয়েছে তরুণসমাজের প্রতি।যতই দিনযাচ্ছে ততই নেশাগ্রস্থদের সংখ্যা বেড়ে চলছে। এ নেশা ছড়িয়েপড়ছে স্কুল, কলেজও বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝেও।শুধুশহরেই নয়,গ্রামেও ছড়িয়ে পড়েছেমাদক।উত্তরদিনাজপুরের রায়গঞ্জের পাশাপাশি এখন কালিয়াগঞ্জে ও বাড়ছে মাদকের নেশা।
কালিয়াগঞ্জ কলেজ মাঠে প্রতিনিয়ত চলছে মদ ও জুয়ার আসর।দিনদুপুরে কলেজ মাঠে বহিরাগত কিছু পডুযা থেকেঅল্প বয়সের ছেলেরা আসক্ত হয়েপড়ছে গাঁজা ও মদে।প্রশাসনিক ঢিলেমিতে প্রতিনিয়ত বেড়ে চলছে নেশাআসক্তদের সংখ্যা। ।
কলেজ মাঠেরঝোপঝাড গুলিতে দিনদুপুরে কিছু বহিরাগতরা মিলেবসাচ্ছে মদ ও গাঁজার আসর।শুধু দিনেরবেলায় নয ,সন্ধ্যা নামতেই বহু বহিরাগত ছেলেরা কলেজ মাঠকে বানিয়ে দিয়েছে মদ জুয়ার ঠিকানা।কলেজমাঠ সংলগ্ন পাশ্ববর্তী কিছু মহিলারা জানানসন্ধ্যা নামতেই মাঠগুলিতে প্রবেশ করা যাযনা।মাঠের চারপাশে ছেলেরা মিলে মদ ,গাঁজা জুয়া খেলতে বসে যায়।কাউকে কিছু বলাযায় না।এই ভাবে তারা প্রতিনিয়ত কলেজের আশে পাশেরপরিবেশ কে নষ্ট করে চলছে।তাইপ্রশাসনের উচিত শীঘ্রই এই সব নেশার জায়গা গুলিকে চিহ্নিত করে এই নেশা খোরদের উপযুক্ত ব্যাবস্থা নেওয়া ।নাহলেমাদকের আগ্রাসনে আমাদের তরুণ সমাজ ধীরেধীরে বিপর্যস্ত হয়েপড়বে ।