মালদা থেকে ইটাহারে আত্মীয় বাড়ি ঘুরতে এসে মৃত্যু মৌসুমির।
1 min readইটাহার আত্মীয়ের বাড়িতে ঘুরতেএসে জলেডুবে মৃত্যুহল একগৃহবধুর।মঙ্গলবার ঘটনাটিঘটে ইটাহারথানার দশমথগ্রামে।মালদা জেলারকালিয়াচকের বাসিন্দা মৌসুমী মন্ডল (২০) স্বামী সুজনমন্ডলের সাথেইটাহারের দশমথেগৌর মন্ডলআত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন দুইদিন আগে। মঙ্গলবার সকালে মৌসুমিবাড়ি থেকেপুকুরে স্নানকরবে বলেযায়।
কিন্তু দীর্ঘসময় পেরিয়েগেলেও বাড়িনা ফেরায়খোঁজা খুঁজিশুরু করেবাড়ির লোকজন। পরেপাশের পুকুরেনেমে খোজশুরু করেএলাকাবাসী।পরে মৌসুমিরদেহ পুকুরথেকে উদ্ধারকরা হয়। তারদেহ জলথেকে তুলেইটাহার ব্লকপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনলেচিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনাকরেন।মৌসুমির দেহময়না তদন্তেরজন্য রায়গঞ্জজেলা হাসপাতালমর্গে পাঠায়চিকিৎসকরা।এলাকাবসী চন্দনমন্ডল জানায়, স্নান করতেগেছিল পুকুরে। সাঁতারজানে মৌসুমী। তবেকি করেজলে ডুবেগেলো জানিনা।কালিয়াচকে বাড়ি। এখানে আত্মীয়রবাড়িতে এসেছিলওর স্বামীরসাথে।