কালিয়াগঞ্জে লাঠি,বাঁশ ,তিরধনুক নিয়ে উপস্থিত বিজেপি সেনা।
1 min readপিয়া গুপ্তা ঃ
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তান্ডব কালিয়াগঞ্জ । দুষ্কৃতীদের
হামলা ঠেকাতে পালটা আদিবাসী সশস্ত্র বাহিনীকে ব্যবহার বিজেপির।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ।
মনোনয়ন পত্র জমা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে যাতে আক্রান্ত হতে না হয তাই লাঠি, বাঁশ,তিরধনুক নিয়ে উপস্থিত বিজেপি বাহিনী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেলা
গড়াতেই প্রায় শতাধিক আদিবাসী সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে ব্লক কালিয়াগঞ্জ
বিডিও অফিসের দিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যায় বিজেপি।
এদিকে এত বিপুল সংখ্যক আদিবাসী সশস্ত্র বাহিনীকে দেখে এলাকা ছাড়তে শুরু করে
ঠ্যাঙাড়ে বাহিনীও।
এরপর
মিছিলটি ব্লক অফিসের সামনে পৌঁছলে কার্যত ব্লক অফিসের দখল নেয় বিজেপি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশে রওনা দেয় বিজেপির সমর্থকরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});