বিদ্ধংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হলো দি রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বকুলতলা শাখা
1 min read
সুব্রত সাহা , রায়গঞ্জ ঃ- উত্তর দিনাজপুরের রায়গঞ্জের থানা রোডে দি রায়গঞ্জ
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বকুলতলা শাখায় বিদ্ধংসী
অগ্নিকান্ডে ভস্মীভূত হল ।
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বকুলতলা শাখায় বিদ্ধংসী
অগ্নিকান্ডে ভস্মীভূত হল ।
ওই এলাকা
জনবহুল এবং শহরে র কেন্দ্রস্থলে হওয়ায়
যথেষ্ট আতংক ছড়িয়েছে। আজ রাত প্রায় নটা
নাগাদ এই শাখায় কালো ধোয়া দেখা যায়।
মুহুর্তেই আগুনের লেলিহান গ্রাস করে ওই
সমবায় ব্যাংকের শাখা।
জনবহুল এবং শহরে র কেন্দ্রস্থলে হওয়ায়
যথেষ্ট আতংক ছড়িয়েছে। আজ রাত প্রায় নটা
নাগাদ এই শাখায় কালো ধোয়া দেখা যায়।
মুহুর্তেই আগুনের লেলিহান গ্রাস করে ওই
সমবায় ব্যাংকের শাখা।
পুরে যায় বেশকিছু নথি, কম্পিউটার সহ
বৈদ্যুতিক যন্ত্রাংশ। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ছুটে আছে । প্রায়
ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
বৈদ্যুতিক যন্ত্রাংশ। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ছুটে আছে । প্রায়
ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
মুলত বন্ধ ব্যাংকের শাখায় একটি
কম্পিউটার চালু থাকার কারনে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে
অনুমান দমকল ব্যাংক কর্তৃপক্ষের ও দমকলের । তবে ব্যাংকের ভল্ট এবং গ্রাহকদের নথি ও
অন্যান্ন জিনিষ সুরক্ষিত রয়েছে বলে জানান ঐ শাখার ম্যানেজার চিরঞ্জিত জানা।
কম্পিউটার চালু থাকার কারনে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে
অনুমান দমকল ব্যাংক কর্তৃপক্ষের ও দমকলের । তবে ব্যাংকের ভল্ট এবং গ্রাহকদের নথি ও
অন্যান্ন জিনিষ সুরক্ষিত রয়েছে বলে জানান ঐ শাখার ম্যানেজার চিরঞ্জিত জানা।