December 21, 2024

একই পরিবারের চার জন মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন

1 min read
 রোনাক কুমার যাদব, (ইসলামপুর)  একই পরিবারের চার জন  মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন ঘটনাটি ঘটেছে
উত্তর
দিনাজপুর জেলার চাকুলিয়া থায়ার কানকি  এলাকার নয়ানগরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে আজ  সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাই দুই বোনের গুরুতর আহত অবস্থায় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই চারের মা ফুলবানু ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে
পড়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় দ্রুত গতিতে থাকার জন্য দুর্ঘটনা গ্রস্থ হয় গাড়িটিজানা গেছে, হরিয়ানা থেকে আসাম যাচ্ছিলেন ওই পরিবার। ডালখোলা রেলগেটের যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর দ্রুত গতিতে আসামের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা
কিন্তু আচমকাই ওই গাড়ির সামনের চাকা ফেঁটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সজড়ে ধাক্কা মারলে গাড়িটি একেবারে দুমরে মুচরে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই দুই বোনের। গুরতর আহত অবস্থায় তাদের মা ফুলবানুকে উদ্ধার করে প্রথমে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে তাঁকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে হরিয়ানার পুলিশের সাহায্য নিয়ে মৃতদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *