পিস্তলের বাঁট দিয়ে বন্ধুর মাথা ফাটানোর অভিযোগ
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, পাউনা টাকা চাইতে গিয়ে পিস্তলের বাঁট দিয়ে বন্ধুর মাথা ফাটানোর অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে।
আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ইংরেজ বাজার থানার বড় মহদিপুর এলাকায়। অভিযুক্ত বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তর নাম, রিয়াজুল সেখ(৩০)।
বাড়ি বড় মহদিপুর এলাকায়। অভিযুক্ত রহিমুল সেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, রহিমুলের কাছে সে পাঁচ হাজার টাকা পেত। শুক্রবার রাতে সেই টাকা চাইতে যায় রিয়াজুল। অভিযোগ, সেই সময় পিস্তলের বাঁট দিয়ে রহিমুল মাথায় আঘাত করে রিয়াজুলের। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় আহতকে রাতেই উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তবে কি কারনে এই হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।