তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ
1 min read
কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী মহিমা রায়ের বাড়িতে ভাঙচুর ও তাঁর নবম শ্রেনীতে পাঠরত ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত অবস্থায় না বালক ঐ ছাত্র মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ বেশ কিছু দিন থেকেই মহিমা রায়কে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস, গত কাল রাতে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এসে এই হামলা চালায়। অন্যদিকে দিনহাটার নাজিরহাটেও এক বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।