January 10, 2025

বাড়ির সামনে বাঁশ রাখাকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ

1 min read

মালদা
:
বাড়ির সামনে বাঁশ রাখাকে
কেন্দ্র করে বচসার জেরে
দুই পরিবারের সংঘর্ষ জখম
এক বৃদ্ধা সহ দুই 
তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল
কলেজ হাসপাতালে বুধবার
সকালে ঘটনাটি ঘটেছে, মালদা
শহরের কোঠাবাড়ী এলাকায় জানা
গিয়েছে, দুই পরিবারের পক্ষ
থেকে অভিযোগ দায়ের করা
হয়েছে ইংরেজবাজার থানায়  পুলিশ সূত্রে জানা
গিয়েছে আহতরা হলেন, ছবি
ঘোষ(৫০) এবং প্রসেনজিৎ
রায়(২৫) তাদের
বাড়ি মালদা শহরের কোঠাবাড়ি
এলাকায় জানা
গিয়েছে আমগাছে বাঁশের ঠেকা
দেওয়ার তিনটি বাস
কিনে ছিলেন, ছবি ঘোষ সেই
বাঁশগুলি রাখা ছিল প্রসেনজিৎ
রায়ের বাড়ির সামনে
বুধবার সকালে সেটাকে কেন্দ্র
করে দুই পরিবারের মধ্যে
বচসা শুরু হয়
অভিযোগ, বচসার জেরে প্রসেনজিৎ
কাঠের বাটাম নিয়ে চড়াও
হয় ছবি ঘোষের উপর মাথায়
আঘাত করার অভিযোগ
এরপর ছবি ঘোষের ছেলে
অরুপ ঘোষ কাঠের বাটাম
নিয়ে চড়াও হয় প্রসেনজিৎ
এর উপর তার
মাথাতেও আঘাত করার অভিযোগ
ওঠে রক্তাক্ত
অবস্থায় দুই জনকে মালদা
মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি
করে পরিজনেরা বর্তমানে
সেখানেই চলছে তাদের চিকিৎসা দুই
পক্ষ থেকেই অভিযোগ দায়ের
করা হয়েছে থানায়
তবে কী কারণে এই
সংঘর্ষ তা তদন্ত শুরু
করেছে ইংরেজ বাজার থানার
পুলিশ

জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *