জমি বিবাদকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, জমি বিবাদকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ। আহত পাঁচ।
তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের বোলদিয়া পুকুর এলাকায়। দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের রতুয়া থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম, আব্দুল মাজেদ(৫০), এনতাজ আলি(৩০), নাইমা খাতুন(২২) অন্য দিকে আতাউর রহমান(৪৫) এবং মনসুর আলি(২৪)। বর্তমানে তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, আব্দুল মাজেদ ও আতাউর রহমান সম্পর্কে ভাই। তাদের মধ্যে ২৪ শতক জমি নিয়ে গন্ডগোল বাধে তাদের মধ্যে। এই নিয়ে দুই পরিবারের বচসা শুরু হয়। বচসার জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। জখম হয় দুই পক্ষের পাঁচজন। তাদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে চারজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কি কারনে এই সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।