"আমরা নির্বাচন চাই, তবে নিরাপত্তা সর্বপ্রথম বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা : দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারে যোগ দিতে শনিবার মালদায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।মালদা শহরের বেসরকারি হোটেল থেকে রাজ্য বিজেপি স্বজ্ঞাপতির নিশানায় শাসকদল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রমণ করলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের ওপর।দিলীপ বাবু এদিন বলেন,”আমরা নির্বাচন চাই, তবে নিরাপত্তা সর্বপ্রথম।
ভোট কে চাই না তা বোঝাই যাচ্ছে।পেছন দিক দিয়ে জেতার চেষ্টা।ভয় দেখিয়ে সন্ত্রাস ছড়িয়ে ৩৪ শতাংশ আসন দখল করেছে।‘এটা ভোট নাকি নাটক‘।ভোট মানুষ চাই আমরাও চাই।ফলাফল দেখেই তৃণমূল বুঝে যাবে কে ভোট চাই আর কে ভোট চাই না! বিজেপি নিয়ে চিন্তা না করে তৃণমূল নেতারা নিজের দল নিয়ে চিন্তা করুক।নিজেরাই মারামারি করে খুন হচ্ছে এটা ঠেকাক।মুখ্যমন্ত্রী বলছে সব শান্তি পূর্ণ হচ্ছে।কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রমান করছে পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে।এখনো বহু বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে ,বোম মারা হচ্ছে।তৃণমূল সবাইকে নিজের করে নিতে চাইছে।নির্বাচন যত এগোবে তৃণমূলের সন্ত্রাস আরো সামনে আসবে।আমরা ভোটের ময়দানে লড়াই করে জয় হবো।যদি কোনো গন্ডগোল বা নিয়ম না মানা হয় তাহলে আদালত রয়েছে।আমরা যাবো এবং আদালতের রায় মাথা পেতে নিবো”।এদিন রাজ্য বিজেপি সভাপতি রতুয়া ও মোথাবাড়ি এই দুই এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করবেন।তারপরই উত্তর বঙ্গের অন্যান্য জেলায় কর্মসূচিতে যোগ দেবেন।