January 10, 2025

টি-টোয়েন্টি পঞ্চায়েত টুর্নামেন্ট পীচে অসীম ঘোষের বিধ্বংসী স্পিনের সামনে বিরোধী দলের প্লেয়াররা।

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের
কথা।
১৮ নং
স্টেডিয়ামের আসনে বসে দেখা যাচ্ছে সবুজ গালিচার মাঝে সেই পীচ। দর্শক ঠাসা এই
স্টেডিয়ামে বসে দর্শকরা উপভোগ করছে টি টোয়েন্টি পঞ্চায়েত নির্বাচনী
টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দলগুলো টিএমসি
, বিজেপি, কংগ্রেস, সিপিএম নেতৃত্ব বামফ্রন্ট এবং নির্দল।

টি টোয়েন্টি পঞ্চায়েত নির্বাচনী টুর্নামে
বিভিন্ন
স্টেডিয়ামের মধ্যে ১৮ নং স্টেডিয়ামে জমে উঠেছে টি-টোয়েন্টি পঞ্চায়েত নির্বাচনী
টুর্নামেন্ট। ১৮ নং ময়দানে দর্শকরা বলাবলি করছেন 
বিজেপি
, সিপিএম, কংগ্রেস দলের তারকা খচিত প্লেয়ার বলতে কেউ
যেমন নেই তেমনি ঘরোয়া টুর্নামেন্টেও ঐ দলগুলোর প্লেয়ারদের নাম তেমনি শোনা যায়
নি রাজনৈতিক ময়দানে। তবুও তারা বিগ টীমের প্লেয়ার। এই পীচে খেলতে আসা বিজেপি
দলের কমল চন্দ্র সরকার
, সিপিএম দলের
লাবন্য সরকার
, কংগ্রেস দলের
কামাখ্যা তেওয়ারি। এরা একমাত্র ঐ দলের ব্যাটসম্যান হয়েই ময়দানে খেলছেন।

 কতখানি
ঘরোয়া ময়দানে প্রাকটিস করছেন
, কিকি ধরনের বোলিং
এর বিরুদ্ধে প্রাকটিস করছেন
, আঁটোসাঁটো
ফিল্ডিং এর মধ্যে কিভাবে কোন  ধরনের বোলিং
এর বিপক্ষে  ব্যাট চালাবেন সেটাই দেখার
বিষয় ।পাশাপাশি টিএমসি দলের প্লেয়ার কিন্তু রাজনৈতিক ময়দানের জেলা থেকে রাজ্য
স্তরের তারকা খচিত অলরাউন্ডার প্লেয়ার অসীম ঘোষ। ব্যাটসম্যান হয়ে  যেমন তিনি আক্রমাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন
তেমনি প্রয়োজনে রক্ষণাত্মক ভঙ্গিতেও অসাধারণ ব্যাটিং করেন।


সব ধরনের বোলিং এর
বিরুদ্ধে ব্যাটিং করতে সিদ্ধ হস্ত । তবে অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটলে চালিয়ে খেলতে
গিয়েই বিপদ ডেকে আনেন। কিন্তু একজন স্পিন বোলার হয়ে তার ছয় রকমের বোলিং
ডেলিভারির বিরুদ্ধে বিপক্ষ দলের প্লেয়াররা কিন্তু নাজেহাল হয়ে পরবেন সেই বিষয়ে
আশঙ্কায় আছেন বিরোধী দলের টীম ম্যানেজমেন্টরা
, টীমের প্রশিক্ষক এবং প্লেয়াররাও। সবুজ ঘাসের
মাঝে অল্প ছাঁটা ঘাসের পীচে যে স্পিন ধরবেই সেই বিষয়ে কোনো সন্দেহই নাই। বর্তমানে
প্রাকটিস ম্যাচে কমল
, কামাখ্যা,
লাবন্য দের বিপক্ষে
অলরাউন্ডার অসীম শুধু ব্যাটিং অনুশীলনী করে চলেছেন। ফাইনালের দিন সবুজ ময়দানে
ছাঁটা ঘাসের পীচে অসীম ঘোষের টপ স্পিন যেভাবে ঘুরতে ঘুরতে কখনো গুগলি
, কখনো টপ ইন সুয়িং , কখনো টপ আউট সুয়িং, কখনো স্লো ইয়র্কার, কখনো শর্ট পীচ সুয়িং, কখনো শর্ট পীচ স্লো ডেলিভারি আছড়ে পরবে বিপক্ষ
দলের প্লেয়ারদের সামনে এবং এই ছয় রকমের টপ স্পিনের বিরুদ্ধে বিপক্ষ দলের
প্লেয়াররা  ক্রিজে কেমন খেলবেন সেই খেলা
দেখা ও উপভোগ করতে গভীর আগ্রহে বসে আছেন ১৮ নং স্টেডিয়ামের সকল দর্শকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *