January 10, 2025

কালিয়াগঞ্জ ব্লকের ২ নং অঞ্চলের বুথ গুলিতে শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রক্রিয়া শুরু।

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা —– ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ সকাল থেকেই আবহাওয়ার শান্তি বৃষ্টির ফোঁটায় ভোটারদের মনে এক শান্তির বাতাবরণে উত্সবের আমেজে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। বুথ গুলিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক ভীড় , তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যাই বেশি।

 সুন্দর হালকা ঠান্ডা হাওয়ায় ও মেঘলা আকাশে ভোটারদের বেশ চনমনে দেখা গেল। শাষক দলের ও বিরোধী দলের সকল প্রার্থীরা যেভাবে ভোট কেন্দ্রের ময়দানে একে অপরের সাথে সহাবস্থান করছেন তাতে করে ভোটাররাও মানসিক দিক দিয়ে আনন্দিত যে কোন অশান্তির পরিবেশ নেই।

 সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে ৯৫ ও ৯৬ নং বুথে ভোট গ্রহণ কেন্দ্রে ১৮ নং জেলা পরিষদ আসনের তৃনমূল কংগ্রেসের প্রার্থী অসীম ঘোষ কে দেখা গেল। তিনি লাইনে দাঁড়ানো থাকা  সকল ভোটারদের শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার বার্তা দিলেন। সব কিছু মিলিয়ে ২ নং অঞ্চলে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ

ভাবেই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *