বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সংঘর্ষ
1 min read
বিশ্বজিৎ মন্ডল (মালদা): বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সংঘর্ষ। গুরুতর জখম অবস্থায় তিন কংগ্রেস কর্মীকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, সকাল নয়টা নাগাদ কালিয়াচক থানার বামুনগ্রাম পাহাড়পুর এলাকায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। কংগ্রেসের অভিযোগ সকাল থেকেই তৃণমূলীরা বুথ দখল করে ছাপ্পা ভোট করছিল। সেই ঘটনা থেকেই শুরু হয় সংঘর্ষ। আহত অবস্থায় তিন জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম এনামুল হক (৬০), সোহেল আলী(১৮) এবং এন্তাজুল হক(২২)। অভিযুক্ত মান্নান সেখ,সাদিকুল সেখ,জারিফ সেখ সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অন্য দিকে মুশিমপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মহঃ মুসলি আলীকে(৩৪) ভর্তি করা হয় হাসপাতালে। তৃনমুলের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।