উওরপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা:
1 min read
কৌশিক ঘোষ(হুগলী) আজ সন্ধ্যায় হুগলীর উওরপাড়ায় গৌরি সিনেমা হলের কাছে জি.টি রোডের ধারে ১৬ নং ওয়ার্ড তৃণমূল কৎগ্রেসের আহ্বানে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিজেপির কুৎসা অপপ্রচার, কালোটাকা উদ্ধারে ভাওতাবাজি, বাংলার উন্নয়ন বন্ধর চক্রান্তের দাবীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক প্রবীর ঘোষাল, উওরপাড়া কোতরৎ পৌরসভার চ্যেয়ারম্যান ইন কাউন্সিলার সুমিত চক্রবর্তী সহ আন্যান্য পৌরপ্রতিনীধিরা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা উপস্তিত ছিলেন।।