আগামীকাল শনিবার সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হবে
1 min readআগামীকাল শনিবার সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ। শুক্রবার টুইট করে এই কথা ঘোষণা করেছেন তিনি।টুইটারে তিনি বলেন, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষের সিবিএসই-র ক্লাস টুয়েলভের ফল প্রকাশিত হবে ২৬ মে।’ cbseresults.nic.in ও cbse.nic.in-এই ওয়েব সাইটে ফল জানা যাবে।