জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির কাঞ্চন নদীতে স্নান করতে গিয়ে
1 min read
জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির কাঞ্চন নদীতে স্নান করতে গিয়ে । শুক্রবার দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সানজিলা কিস্কু(৪২)। বাড়ি রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বাজেবিন্দোল গ্রামে। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পরে বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃতের ভাই লক্ষণ কিস্কু জানান, ‘আমার কাকিমা জবা টুডু ২৩ দিন আগে মারা গিয়েছেন, বৃহস্পতিবার তাঁর শ্রাদ্ধ ছিল সেখানে আসার আগে বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই কাঞ্চন নদীতে স্নান করতে যায় সানজিল। এরপর সারারাত খোঁজাখুজি করার পরও আমার দাদার কোন হদিস পাওয়া যায়নি। এদিন দুপুরে কাঞ্চন নদীতে আমার দাদার মৃতদেহ ভেসে ওঠে।’ ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।