January 11, 2025

কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেন হবার খবরে শহরের ব্যবসায়ীদের ভাতে মরার আতঙ্ক সহ স্থায়ী বাসিন্দাদের মাথায় হাত

1 min read

তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--মরার উপর খাড়ার ঘায়ের মত অবস্থা হতে চলেছে কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ী ও স্থায়ী বাসিন্দাদের।জানা যায় কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে কেন্দ্রীয় সরকারের ভারতমালা পরিযোজনার মাধ্যমে ফোর লেন সড়ক নির্মাণের কারনে আগামী ৫ই জুন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী এ একটি গুরুত্বপূর্ণ  আলোচনা সভার ডাক দিয়েছেন বলে জানা যায়।সভায় রায়গঞ্জ,হেমতাবাদ,কালিয়াগঞ্জ ব্লকের বিডিও, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান,পঞ্চায়েত সমিতির সভাপতি,সমস্ত নির্মাণ আধিকারিকদের ডাকা হলেও ডাকা হয়নি কোন এলাকার ব্যবসায়ী প্রতিনিধিদের।স্বভাবতই ব্যবসায়ী সমিতির সম্পাদকরা এটা কোন ভাবেই মেনে নিতে পারছেনা।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেনের রাস্তা হলে শহরের সমস্ত ব্যবসায়ীদের পথে বসতে হবে।তারা উন্নয়ন চান।
 সে  ব্যাপারে  কোন  সন্দেহ নেই।কিন্তু কয়েকশো ব্যবসায়ীদের ভাতে মেরে কোন ভাবেই এই উন্নয়নকে তারা মেনে নেবেনা।শুধু ব্যবসায়ীদেরই নয় শহরের উপর দিয়ে ফোর লেনের সড়ক করা হলে কালিয়াগঞ্জ শহরের বহু মানুষকেও পথে বসতে হবে। কারন তাদের ও প্রচুর ঘরবাড়ি ভাঙা পড়বে বলে তারাও আতঙ্কিত হয়ে পড়েছে বলে সর্বত্রই আলোচনা চলছে।
কালিয়াগঞ্জ পৌর সভার  চেয়ারম্যান কার্তিক পাল এক প্রশ্নের উত্তরে বলেন ফোর লেন নিয়ে এই প্রথম একটি মিটিং ডাকা  হয়েছে।যদিও কিছুদিন পূর্বে একটি মিটিং ডাকা হলেও তা কোন কারনে তা বাতিল হয়েগেছে।পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ ছোট ব্যবসায়ী শহর।অধিকাংশ মানুষের রুজী রোজগার ব্যবসার উপর নির্ভরশীল।কালিয়াগঞ্জে ফোর লেন হোক তবে তা করতে গেলে বাইপাস হয়েই করতে হবে।তাহলে কারো কোন আপত্তি থাকবেনা।
কিনতু কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেনের সড়ক করা হলে তা  অবাস্তবের মতই কাজ করা হবে।বাস্তবের সাথে সামঞ্জস্য রেখেই ফোর লেনের কাজ করতে হবে বলে কার্তিক বাবু মনে করেন।কার্তিক পাল আরো বলেন তিনি কালিযাগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে আজ কালের মধ্যেই এই নিয়ে আলোচনায় বসবেন। এ ব্যপারে তাদের মতামত জানবেন বলেও জানান।খবর নিয়ে জানা যায় কেন্দ্রীয় সরকারের ভারতমালা সড়ক প্রকল্পে ইতিমধ্যেই রায়গঞ্জ–বালুরঘাট ১০(এ)রাজ্য সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ১২নম্বর জাতীয় সড়কে নাকি রূপান্তর করে ফেলেছে।সেই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবার আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *