অন্তর্বর্তী জামিন পেলেন রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
1 min read
বর্তমানের কথা ঃ- খুন, বে আইনি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরণ সহ একাধিক মামলায় জামিন অযোগ্য ধারায় করা মামলায় আজ অন্তর্বর্তী জামিন পেলেন রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। খুশীর হাওয়া জেলা কংগ্রেস কর্মী মহলে। আজ উত্তর দিনাজপুর জেলা আদালতের সেশন জাজ সেলিম শাহ মোহিত সেনগুপ্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। মোহিত সেনগুপ্তের জামিন মঞ্জুর করতেই জেলা কংগ্রেস কর্মিরা একে অপরকে মিষ্টি মূখ ক্রান। কারন এই জয় তাদের সততার জয়। তৃনমূল কংগ্রেস যতই চক্রান্ত করুক না কেন মোহিত সেনগুপ্ত কখোন মানা নত করবে না । যুব কংগ্রেস নেতা তুষার কান্তি গুহ অভিযোগ, বিধায়ক মোহিত সেনগুপ্তকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে রাজ্যের শাসকদল। এর আগেও রায়গঞ্জ পুরসভা নির্বাচনের সময় চেষ্টা করেছিল। তবে সেইবার সফল না হওয়ায় ফের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বিধায়ককে। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবী, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাবেন না মোহিত সেনগুপ্ত।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। ঘটনায় তৃণমূল কর্মী রাকেশ সূত্রধরের মৃত্যু হয়। জ্বালিয়ে দেওয়া হয় দুটি চারচাকা গাড়ি ও প্রায় ১৫টি মোটর বাইক। এরপরেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী অনুপ কর মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন রায়গঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধায়ক মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে ৩০২, ৩২৩, ৩২৫, ৩৪১, ১০৯, ২৫, ২৭ সহ বেআইনি আগ্নেয়াস্ত্র আইন ও ৩৪ বিস্ফোরণ আইনে মামলা রুজু করে রায়গঞ্জ থানার পুলিশ। কংগ্রেসের অভিযোগ, বিধায়ক মোহিত সেনগুপ্তকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে রাজ্যের শাসকদল। এর আগেও রায়গঞ্জ পুরসভা নির্বাচনের সময় চেষ্টা করেছিল। তবে সেইবার সফল না হওয়ায় ফের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বিধায়ককে। আজ বিচারক দুপক্ষের শুনানি শোনার পর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এই রায়ে উচ্ছসিত জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। তারা বলেন, তাদের দলের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আজকের রায়ে তারা খুশী। শাসকদলের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা কংগ্রেস আন্দোলন গড়ে তুলবে।