এলাকায় শান্তি ফেরানোর বার্তা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী
1 min readশান্তির বার্তা নিয়ে চোপড়ার লক্ষিপুর,দাসপাড়া,চোপড়ামারী,ঘিরনীগাও বিভিন্ন গ্রামে পৌছান।সাধারন মানুষদের সাথে মিসে তাঁদের সমস্যার কথা বলেন।সাধারন মানষও তাকে কাছে পেয়ে ক্ষোভ ও দূখ্যের কোথা শোনান।স্থানীদের কথায় উঠে আসে শাসক দলের সন্ত্রাসের ভয়ঙ্কর পরিনতির কথা।একের পর এক হামলা চালিয়ে প্রচুর পরিমানের আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে বলে অভিযোগ < /b>করে তারা।নির্বাচন পরবর্তী সময়ে চোপড়ায় একাধীক সংঘর্ষের ঘটনায় মুড়ি মুরখির মত গুলি ও বোমা চলেছে।কার্যত গোটা এলাকাটি বারুদের স্তবের উপর দাড়িয়ে রয়েছে।করিম সাহেব বলেন,ভোট পরবর্তী চোপড়ার রাজনৈতিক সংঘর্ষে পুলিশ প্রশাসন এখনো কোনো সর্ব দলীয় বৈঠক করেন নি।এই ভাবে চলতে থাকলে সাধারন ছাত্র ছাত্রীরা নিজেদের বাচানোর জন্য কলম বাদ দিয়ে অস্ত্র হাতে নিবে।আজ চোপড়ার রাজনৈতিক সংঘর্সে যে সব মানুষ আহত হয়েছেন তাদের সাথে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন আব্দুল করিম চৌধুরী।তবে এদিনের করিম সাহেবের কর্ম সূচী এলাকায় শান্তী ফিরাতে বিশেষ তাৎপর্য বলে মনে করছে ওয়াকিব মহল।