বিশ্ব পরিবেশ দিবসে পার্থেনিয়াম বৃক্ষ নিধন
1 min readরামনগর ১নং ব্লকের পদিমা – ২ পঞ্চায়েত সমিতি ও জাগৃতি সমাজ সেবা সংঘের উদ্দোগে আজ বিষাক্ত পার্থেনিয়াম গাছের নিধনযজ্ঞে সামিল হয় প্রায় ৩০ জন স্থানীয় বাসিন্দারা। পদিমা -২ অঞ্চলের তৃণমূল নেতা সুশান্ত পাত্র সহ এলাকাজুড়ে এই নিধনযজ্ঞে সামিল হন। সুশান্ত পাত্র জানিয়েছেন – “পার্থেনিয়াম গাছ এলাকাজুড়ে একটা সংকট তৈরী করেছে। এর ফলে সাধারন মানুষ থেকে শুরু করে জীবজগতও সংকটের শিকার। শুধু বিশ্ব পরিবেশ দিবস বলেই নয় আমরা সারা বছরেই এই কাজ করি”।