বাড়ির তালা ভেঙে নগদ টাকা এবং সোনা ও রূপার অলঙ্কার সহ দুলক্ষ টাকার জিনিস চুরি
1 min read
বাড়ির তালা ভেঙে নগদ টাকা এবং সোনা ও রূপার অলঙ্কার সহ দুলক্ষ টাকার জিনিস চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গতকাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ছৌসিয়া গ্রামের এই ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন দুস্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি খোয়া যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ধৃত তিন দুস্কৃতীকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।ইসলামপুর থানার ছৌসিয়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহম্মদ আকলাখ বাড়িতে তালা লাগিয়ে স্বপরিবারে গিয়েছিলেন ঈদের বাজার করতে। বাড়ি ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবং নগদ টাকা ও সোনারূপার অলঙ্কারসহ দুলক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে। গতকাল দুপুরের এই ঘটনায় পরেই স্থানীয় বাসিন্দারা এক দুস্কৃতীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। ইসলামপুর থানার পুলিশ ওই দুস্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজে শিলিগুড়ি যায়। চুরির ঘটনার ১২ ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থেকে বাকি দুজন দুস্কৃতীকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনা ও রূপার অলঙ্কার এবং নগদ টাকা। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।