স্বচ্ছতা অভিজান পালন করল পাত্রসায়ের মণ্ডলের বিজেপি কর্মিরা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ বিশ্ব পরিবেশ দিবস । সারা ভারত বর্ষের মানুষ আজ মেতে উঠেছে সমাজকে পরিক্সার রাখতে । আর আজকের এই গুরুত্বপূর্ণ দিনে স্বচ্ছতা অভিজান পালন করলেন পাত্রসায়ের মণ্ডলের বিজেপি সংগঠন । পাত্রসায়ের মণ্ডলের সভাপতি দেবানন্দ সরকারের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় । প্রায় ৫০-৬০ জন বিজেপি কর্মির অংশ গ্রহন করেছিলো । পুরুষ ককর্মিদের থেকে মহিলা কর্মিরাও কোন অংশে কম জায় না । তাই বেশকিছু মহিলা কর্মিও যোগদান করেন আজকের স্বচ্ছতা অভিজানে বিজেপি কর্মিরা ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ছবিকে সামনে রেখে এই কর্মসূচি পালন করেন । বিজেপি কর্মিরা সর্বদা এই ধরেন কাজ করে থাকেন , এমনটাই জানান পাত্রসায়ের মণ্ডলের সভাপতি দেবানন্দ সরকার । আমরা যেমন নিজেদেরকে পরিক্সার পরিচ্ছন্ন রাখি তেমনি সমাজকেও পরিক্সার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন রয়েছে । মানুষকে সমাজ সম্পর্কে স্বচেতন করে তুলতে হবে । যাতে প্রত্যেকেই আমাদের সমাজকে পরিক্সার পরিচ্ছন্ন রাখেন । এই উদ্দেশেই বিজেপি কর্মিরা এই ধরনের কর্মসূচি নিয়েছেন । বিজেপির এই উদ্যোগকে সকল গ্রামবাসিরা স্বাগত জানিয়েছেন । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস বোস বলেন , শুধুমাত্র পাত্রসায়ের মণ্ডল নয় , আমদের সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডলে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে । গত ৩ তারীখ থেকে শুরু হয়েছে আমাদের এই স্বচ্ছতা অভিজান । এবং শেষ হবে আগামি ১১ ই জুন । তাই প্রত্যেক মণ্ডলের বিজেপি কর্মিরা আনন্দের সহিত সমস্ত বাঁধা বিপত্তিকে সরিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন । তিনি আরও রলেন আমরা যেমন মানুষের পাশে থাকি তেমনি সমাজের প্রতিও আমাদের দ্বায় বদ্ধতা থেকে জায় । তাই আমাদের এই কর্মসূচি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});