December 22, 2024

বিজ্ঞপ্তিতেই চমক থেকে গেল রাধিকাপুর_দিল্লী আন্দবিহারের,ক্ষুব্ধ যাত্রী সাধারন 

1 min read

বিজ্ঞপ্তিতেই চমক থেকে গেল রাধিকাপুর_দিল্লী আন্দবিহারের,ক্ষুব্ধ যাত্রী সাধারন 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ মে:বুক ভরা আশা নিয়ে উত্তর দিনাজপুর জেলার রেল যাত্রীরা অনেক আশা করে ছিল দীর্ঘ চার বছর বাদে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি লোক সভা নির্বাচনের আগেই খুলে যাচ্ছে।এটা না চাইতেই বৃষ্টি পাবার মাত অবস্থা অনেকটা ভাবা গিয়েছিল। কিন্তূ এটা যে লোক সভার অনেক মিথ্যা প্রতিশ্রুতির মত রাধিকাপুর_দিল্লী আনন্দবিহার ট্রেনের ক্ষেত্রেও হবে এই ধারণাটা কারো ছিলনা।ইতিমধ্যে দুই মাস অতিক্রান্ত হয়ে গেলেই রেল বোর্ডের আজ পর্যন্ত কোন রকম হেলদোল নেই।এই গুরুত্বপুর্ন ট্রেনটির পরিষেবা কবে চালু হবে সেই উত্তর খুঁজছে উত্তর দিনাজপুর জেলার ট্রেন যাত্রীরা।

রাধিকাপুর_দিল্লী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হবার পর উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাধারন সম্পাদক শংকর কুন্ডু রাজনৈতিক দলের পাশাপাশি নিয়মিত ভাবে সরব হয়েছিল। বিজ্ঞপ্তি জারি হবার ফলে খুব আশা করেছিল কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে শংকর কুন্ডু মনে করেন।বিজ্ঞপ্তি দেখিয়ে ভোটের বাক্সে এর প্রভাব কি আদৌ পড়েছে এই কথা কেও বিশ্বাস করেনা বলেই অনেকে মনে করছেন।জানা যায় ১৫ ই মার্চ রাধিকা পুর_দিল্লী আনন্দ বিহার ট্রেনটির বিজ্ঞপ্তি যেমন করা হয়েছিল ঠিক একই দিনে বালুরঘাট_ভাতিন্ডা এক্সপ্রেস ট্রেনটি চালুর বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ভোটের মধ্যেই যদি বালুরঘাট ভাতিন্ডা ট্রেনটি চালু করা সম্ভব হতে পারে তাহলে উত্তর দিনাজপুর।জেলার ক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল কেন এর মানে কেও খুঁজে পাচ্ছেনা।তবে কি ভোটের আগে চমক দেওয়ায় এই বিজ্ঞপ্তির একমাত্র কাজ ছিল?সাধারন মানুষের দাবি অবিলম্বে আর বিলম্ব না করে এই ট্রেনটির গুরুত্ব অনুধাবন করে বিজ্ঞপ্তি অনুসারে কাজের কাজটি করা হোক।মানুষ এটাকে খুব একটা ভালো চোখে দেখেনি।কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন উত্তর দিনাজপুর জেলা থেকে দেশের রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র ট্রেনটি কোন অজ্ঞাত কারনে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও বন্ধ করে রাখা হয়েছে যা অত্যন্ত অন্যায়।অবিলম্বে চালু করার ব্যাবস্থা না নিলে আমাদের সংগঠনের পক্ষ থেকে রেল রোকো আন্দোলনে নামতে বাধ্য হব বলে প্রসূন দাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *