তীব্র দাবদাহের কারনে রাধিকাপুর এলাকার ফরিদ পুর গ্রামে ব্যাপক জল সঙ্কট,সাধারন মানুষদের পানীয় জল সংগ্রহ করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন
1 min readতীব্র দাবদাহের কারনে রাধিকাপুর এলাকার ফরিদ পুর গ্রামে ব্যাপক জল সঙ্কট,সাধারন মানুষদের পানীয় জল সংগ্রহ করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ এপ্রিল:ভোট আসে ভোট যায়।ভোট মিটতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর অঞ্চলের বাংলাদের সীমান্তের ফরিদপুর এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট।মানুষের ভোটে জয়ী হয়ে নির্বাচিত হয় বিধায়ক,সাংসদ,গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।ভোটের কারনে নির্বাচিত প্রতিনিধিদের যার পর নাই উন্নতি হলেও গ্রামের মানুষ যেখানে আগেও ছিল সেখানেই আছে। তার প্রমাণ ফরিদপুর।
গত এক মাসের উপর থেকে জলের প্রচন্ড সমস্যা ফরিদপুর গ্রামে দেখা দেবার কারনে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারকে বার বার বলার পরেও তিনি দিব দিচ্ছি করে করে সময় কাটিয়ে দিলেও গ্রাম বাসীদের জলের সমস্যা কোন ভাবেই আজ পর্যন্ত মেটেনি বলে গ্রাম বাসীরা জানায়।ফরিদপুর এলাকার পূর্ব দুর্গাপুর এলাকার জলের স্তর অনেক নীচে নেমে যাবার কারনে জল সঙ্কট দেখা দিয়েছে।গ্রামবাসী নারায়ন সরকার এই প্রতিবেদককে এক প্রশ্নের উত্তরে বলেন ফরিদপুর এলাকার ১৮০ টা বাড়ীর মানুষজন এই তীব্র দাবদাহের মধ্যে জল কষ্টে দিন কাটাচ্ছে।তিনি বলেন সরকার নামকে ওয়াস্টে বাড়ি বাড়ি নলবাহি পরিশ্রুত পানীয় জলের ব্যাবস্থা করলেও নলবাহী জল প্রকল্পের মাধ্যমে গ্রাম বাসীদের পানীয় জলের কোন রকম সমস্যার সমাধান ঘটেছে বলে তিনি মনে করেন না। ঘরে ঘরে জলের পাইপ গেলেও জলের সমস্যার কোন সমাধান হয়নি।জলের পাইপ দিয়ে যে জল পরে সেই জল দিয়ে হয়না কোন কাজ।গ্রামের লোকদের দূরের গ্রাম থেকে সাব মার্শাল মেশিনের জল এনে সব কাজ করতে হয় বলে জানান।তিনি এ কথা ও বলেন ভোটের পূর্বে কোন এক তৃণমূলের যুব নেতা বলেছিল ফরিদপুর মধ্য দুর্গাপুরের মানুষ যদি তৃণমূলকে ভোট না দেয় তাহলে এই গ্রামে জল দেওয়া হবে কিনা চিন্তা করা হবে।আমাদের গ্রামে কোন চক্রান্তের শিকার আমরা হচ্ছি বলে মনে হচ্ছে।যদিও নারায়ন সরকারের জল নিয়ে তৃণমূলের প্রতি এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার এক সাক্ষাৎকারে বলেন নল বাহিত জলের পাইপে জলের গতি বৃদ্ধি করবার জন্য আম রা দ্বিতীয় একটি নুতন প্রেসার মেশিন ফরিদপুরেই স্থাপন করা হয়েছে।মেশিনটি ভোটের কারনে উদ্বোধন করা সম্ভব হয়নি।ভোট শেষ হলেই সেটি উদ্বোধন করা হবে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা)বলেন।