কালিয়াগঞ্জের মারোযারি যুব মঞ্চের মহিলারা বৈশাখের তীব্র দাবদাহে কালিয়াগঞ্জ শহরে পথচারীদের তেষ্টা মেটাতে এগিয়ে এলো
1 min readকালিয়াগঞ্জের মারোযারি যুব মঞ্চের মহিলারা বৈশাখের তীব্র দাবদাহে কালিয়াগঞ্জ শহরে পথচারীদের তেষ্টা মেটাতে এগিয়ে এলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ এপ্রিল: বৈশাখের তীব্র দাবদাহে কালিয়াগঞ্জ শহরের মানুষ যখন প্রচন্ড অস্বস্তিতে।তখন শহরের পথচারীদের দাবদাহের হাত থেকে তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের কালিকা আনন্ত শাখার মহিলা সদস্যগন।কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের মহিলা শাখার সভানেত্রী বন্দনা চন্দক বলেন বৈশক মাসের দাবদাহের পরিমাণ আগের বছরের তুলনায় অনেক বেশি।
পথচারীরা ভীষন কষ্টের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে কাজ করতে যায়।এই সময় আমরা যদি তাদের হাতে একটু ঠাণ্ডা পানীয় শরবত তুলে দিতে পারি আমরা যেমন ধন্য হব তেমনি পথচারীরাও ভীষন খুশী হবে বলে তিনি জানান।
যুব মোর্চার কালিকা আনন্তার সম্পাদিকা পুনম বেঙ্গানি বলেন তাদের এই ধরনের সমাজ সেবার কাজ নিয়মিত তারা করে থাকে।এই দাবদাহের মধ্যে প্রায় দুই হাজার পথচারীদের দুই রকমের ঠাণ্ডা পানীয় হাতে তুলে দিলে তারা ভীষন খুশি হয় বলে তিনি জানান।কালিয়াগঞ্জ শহরের বিবেকা নন্দ বাস স্ট্যান্ড মোড়ে তারা দুই দিন ধরে এই কাজ করে আসছে।সংস্থার কোষাধক্ষ্য ঊষা কারনানি বলেনকালিয়াগঞ্জ মারো যারি যুব মঞ্চের পুরুষ ও মহিলা সদস্যরা কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন সমাজ সেবা কাজে সবসময়ের জন্য আত্মনিয়োগ করে থাকে।এটাই আমাদের লক্ষ্য।