October 11, 2024

দীনেশ চন্দ্র সেন নামাঙ্কিত স্বর্ণপদক পাচ্ছেন মালদার বিশিষ্ট ইতিহাস গবেষক তথা সাহিত্যিক গোপাল লাহা

1 min read

দীনেশ চন্দ্র সেন নামাঙ্কিত স্বর্ণপদক পাচ্ছেন মালদার বিশিষ্ট ইতিহাস গবেষক তথা সাহিত্যিক গোপাল লাহা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ শে এপ্রিল:মালদা জেলার বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক তথা জেলার সাহিত্য জগতের সবার অত্যন্ত প্রিয় মানুষ গোপাল লাহা আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে এবছর আচার্য্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন। জানা যায় প্রতি বছর ভারত ও বাংলাদেশ থেকে দুইজনকে এই প্রেস্টিজিয়াস পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে।বাংলাদেশের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক নিরঞ্জন মণ্ডলকেও এই সন্মান দেওয়া হবে বলে জানা গেছে।

আগামী১৫ ই মে কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে এই পুরস্কার দুজনের হাতে তুলে দেওয়া হবে।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন মাননীয় চিত্ততোষ মুখোপাধ্যায় প্রাক্তন বিচারপতি কলকাতা ও মুম্বাই হাইকোর্ট।মালদা জেলার বিশিষ্ট সাহিত্যিক তথা প্রত্নতত্ত্ববিদ গোপাল লাহা এই পুরস্কার পাবার খবরে জেলার কবি,সাহিত্যিক তথা সংস্কৃতিপ্রেমী মানুষেরা ভীষন খুশী বলে জানা যায়।গোপাল লাহা এক প্রশ্নের উত্তরে বলেন যুবক বয়সের কাজের ফসল জীবনের পড়ন্ত বেলায় পেলেও যে কোন পুরস্কার পাবার আনন্দই আলাদা।তাছাড়া যেহেতু এই পুরস্কারের সাথে স্বর্ণ পদকের যোগসূত্র আছে তাই এটার গুরুত্ব তার কাছে অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *