December 22, 2024

কালিয়াগঞ্জ এ এসে মহাগুরু মিঠুন দিলেন ফ্লায়িং কিস কালিয়াগঞ্জবাসীকে। আর কার্তিক কে বললেন ,তুমি মানিক রত্ন

1 min read

কালিয়াগঞ্জ এ এসে মহাগুরু মিঠুন দিলেন ফ্লায়িং কিস কালিয়াগঞ্জবাসীকে। আর কার্তিক কে বললেন ,তুমি মানিক রত্ন

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার  কালিয়াগঞ্জে  রায়গজ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে ভোট প্রচারে এসে  ফ্লায়িং কিস দিয়ে   মহাগুরু সুপারস্টার মিঠুন চক্রবর্তী আবারও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায়  বললেন , আমি জল ঢোড়াও নই এলে বরাও  নই ।

 

আমি এমন এক সাপ ,ছোট ছোট ইন্দুর ধরে বেড়ায়। মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন বেশ কয়েকটা ডায়লগ যখন মঞ্চের উপর থেকে দিচ্ছিলেন ঠিক তখন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে এমনকি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ও মহা উল্লাসে ফেটে পড়ে। আর সকলেই বলতে থাকে গুরু আর একটা হয়ে যাক।

সকলের অনুরোধে আবারো মহাগুরু বলেন মারবো এখানে,,,,,,। যদিও তারপর আর কিছু বলেননি তিনি। পরবর্তীতে আরেকটি ডায়লগ তিনি সকলের সামনে দেন সেটি হল, চিমটি কাটবো এখানে  ,আর লাল পিঁপড়ের মতন জ্বলবে এখানে ওখানে সেখানে।

 

হাজার হাজার মানুষ এর সামনে  যখন মহাগুরু মিঠুন চক্রবর্তী এই ডায়লগ গুলো  দিয়েছিলেন তখন সকলেই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পাশাপাশি এদের মিঠুন চক্রবর্তী বলেন আজ তিনি এসেছেন বিজেপি  প্রার্থী কার্তিক চন্দ্র পাল এর হয়ে প্রচারে এখানে । তাই এবারের ভোটে নিয়ে  সকলের কাছে তিনি আবেদন করে বলেন  বিজেপি প্রার্থী কার্তিক কে  ?

 

এটা আগে সকলের জানা দরকার। বিজেপি পার্টির একটা প্রসেস আছে। আমরা যাকে-তাকে প্রার্থী করি না। এই কার্তিক কে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তিনি  বলেন  বিজেপি  পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি ? না। এরা কি কয়লা পাচার করে? না । গরু পাচার পরে ? না ।  এরা কি মেয়েদের সাথে এইভাবে বেজ্জতি করে ?  রেশনের টাকা পয়সা ঝেড়ে দেয় ?  এই পার্টিতে এগুলো চলে না। এই পার্টির নাম বিজেপি পার্টি । এই পার্টি কার্তিক কে সিলেট করেছে বিজেপি প্রার্থী হিসেবে। কার্তিক নিশ্চয়ই সৎ ও ভালো ছেলে বলে। অপরদিকে মিঠুন চক্রবর্তী এদিন বলেন যারা বিরোধী দল রয়েছে এবং যাকে প্রার্থী হিসেবে  সিলেট করা হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত পার্টি। এরা গরু পাচার করে ? হ্যাঁ। কয়লা পাচার করে ?   হ্যাঁ।।। বালু পাচার করে ?  হ্যাঁ।।।। বিদ্যা বিদ্যা সব চুরি-চামারি করে ? হ্যাঁ। রেশন পর্যন্ত তারা খেয়ে নেয় । হ্যাঁ। তারা সিলেট করেছে বিরোধী প্রার্থীকে। এবার আপনারাই সিদ্ধান্ত নেন আপনারা কাকে ভোট দিবেন। কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদেরকেই তৈরি করতে হবে। মিঠুন চক্রবর্তী এ দিন সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন বিরোধীরা যা দিচ্ছেন নিয়ে নিন। কারণ এটা আপনাদের পয়সা। আপনারা সব কিছু নিয়ে নিন তাদের কাছ থেকে । আর ভোটটা দিন বিজেপি কে। আমরা সুন্দর একটা বাংলা প্রদান করব আপনাদেরকে। এইদিন মহাগুরু মিঠুন চক্রবর্তী নাম না করে বিরোধী দলের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন আপনি যখন দলই চেঞ্জ করলেন তখন এই ধরনের দুর্নীতিগ্রস্ত একটি দলে গেলেন কেন ?  আর কিছুই বলার নেই।এদিনের মিঠুন চক্রবর্তীর জনসভা কে গিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আর মাঝে মাঝেই মিঠুন চক্রবর্তীর দেখা যায় সাধারণ মানুষদের উদ্দেশ্যে নানান রকম ভঙ্গিমায় দাঁড়িয়ে দর্শকদের কাছে আবেদন করেন ফটো তোলার জন্য। আর মাঝে মাঝে  ফ্লাইং কিস ও দিয়ে দেন। সকলেই অনুরোধ করেন একবারের জন্য হলেও তার চশমাটা খোলার জন্য। পড়ে অবশ্য মিঠুন চক্রবর্তী নিজের চশমাটি কিছুক্ষণের জন্য খোলেন। সব মিলিয়ে ভোট যুদ্ধের ময়দানে জমজমাট যে নির্বাচনী প্রচার সর্বত্র তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *