January 12, 2025

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুরে সাব ডিভিশনাল লেভেল ডিসাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং বন্যার আগাম প্রস্তুতি ও সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস (বালুরঘাট):-দক্ষিণ দিনাজপুরের অন্যতম নদী আত্রেয়ী বর্ষার আগমনে ইতিমধ্যেই নিজের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে l গত বছরের বিধ্বংসী বন্যার দগদগে ক্ষত এখনো নাড়িয়ে তোলে দক্ষিণ দিনাজপুর জেলা বাসীকে l সেই অভিজ্ঞতাকে পুঁজি  করে আগাম প্রস্তুতিতে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন l বাদ নেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংস্থা l কয়েকদিন পূর্বেই বন্যার আগাম প্রস্তুতি ও সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছিল এক আলোচনা চক্রের l জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় ,অতিরিক্ত জেলাশাসক

কৃত্তিবাস নায়েকের মতো প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র l  আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুরে সাব ডিভিশনাল  লেভেল ডিসাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং l 
সকাল এগারোটা থেকে  বৈকাল পাঁচটা পর্যন্ত চলে এই আলোচনা চক্র এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রী  সন্দীপ বিশ্বাস,সাব-ডিভিশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রী সঞ্জয় মৌলিক, কুমারগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর চন্দন ব্যানার্জি,কুমারগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল,ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার মানিষ সরকার, EOMEE আব্দুর রশিদ মিয়া,মধ্য রামকৃষ্ণপুর গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক  মিজানুর রহমান,চাইল্ড লাইনএর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুরোজ দাস ও অন্যান্যরা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *