January 12, 2025

কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন

1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)11ই জুলাই:- 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে কন্যাশ্রী ক্লাবের উদ্বোধনহলো অযোধ্যা কে.ডি বিদ্যানিকেতন বিদ্যালয়ে l .বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা ও পরিবেশ এর সম্পর্ক নিয়ে আলোচনা করেন ঐ বিদ্যালয়ের শিক্ষক শ্রী  তুহিন শুভ্র মন্ডল,এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক অমিতাভ সমাজদার l তেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্রীদের নিয়ে গঠিত কন্যাশ্রী ক্লাবের কর্মসূচী হিসেবে বাল্য বিবাহ রোধ,মেয়েদের সুরক্ষা এসব নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস l
 উল্লেখ্য এর আগেই পড়াশোনার  পাশাপাশি মেয়েদের জন্য আত্মরক্ষার কৌশল হিসেবে তাইকোন্ডো প্রশিক্ষণ এবং মহিলা ফুটবল টিম চালু হয়েছে উক্ত বিদ্যালয়ে l.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *