মুক ও বধির দিব্যাঙ্গ কিশোরী ধর্ষণের শিকার
1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ) 11ই জুলাই:– মুক ও বধির দিব্যাঙ্গ কিশোরী ধর্ষণের শিকার l মানুষের মূল্যবোধের অবক্ষয় না মানবিক মূল্যবোধ থেকে পশুত্বে অবতরণ ,ঠিক কি ভাষা ব্যবহার করবো খবর লিখতে বসে ধন্দে পরে গিয়েছি l মানুষ পশুতে পরিণত হলেই সমাজে এমন ঘটনা বারেবারে ঘটে l এমনি এক পৈশাচিক ঘটনার সাক্ষী হলো কুমারগঞ্জ l নির্ভয়া কান্ড আজ আর সুদূর দিল্লীতে নেই ,চোখ কান খোলা রাখলেই এমন বীভৎস ঘটনার সাক্ষী দেশের প্রতিটি প্রান্তেই শোনা যাবে l এর থেকে পরিত্রানের উপায়ই বা কি ?গত 10ই জুলাই কুমারগঞ্জ এর জখিরপুর পঞ্চায়েতের এক গ্রামে এমনি এক পাশবিক কান্ড ঘটে যায় l
উনিশ বছর বয়সী এক মূক ও বধির দিব্যাঙ্গ কিশোরী বৈকাল সাড়ে চারটা নাগাদ তার বাড়ির পাশের সোসাইটি অফিসের পাশের জঙ্গলে প্রাতঃকৃত্য সারতে গেলে কুমারগঞ্জ জখিরপুর এর উচট গ্রামের বছর তেইশের এক যুবক মেয়েটির মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ l এবং মেয়েটির ওপর বীভৎস পাশবিক শারীরিক নির্যাতন চালিয়েই তিনি ক্ষান্ত হন নি ,উপরন্তু মেয়েটিকে মারধর করে এবং শাসায় যাতে ঘটনার বর্ণনা কাওকে নাদেয় l অতঃপর মেয়েটি বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা তার মা কে জানায় l এই বীভৎস ঘটনা শুনে মেয়েটির মা ও বাবা আজ কুমারগঞ্জ থানায় এসে অভিযুক্ত মামুন মন্ডল,পিতা
–আব্দুল মজিদ মন্ডল ওরফে কালু এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে l কুমারগঞ্জ থানা U/S-376 ধারায় মামলা রুজু করে তদন্তে নামে l খুব দ্রুততার সাথে কুমারগঞ্জ থানার পুলিশ অফিসার সুদীপ্ত দাস ও নিখিল মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুন পালানোর পূর্বেই তাকে গ্রেপ্তার করেছে lঘটনা জানাজানি হতেই স্থানীয়বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন l
–আব্দুল মজিদ মন্ডল ওরফে কালু এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে l কুমারগঞ্জ থানা U/S-376 ধারায় মামলা রুজু করে তদন্তে নামে l খুব দ্রুততার সাথে কুমারগঞ্জ থানার পুলিশ অফিসার সুদীপ্ত দাস ও নিখিল মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুন পালানোর পূর্বেই তাকে গ্রেপ্তার করেছে lঘটনা জানাজানি হতেই স্থানীয়