January 12, 2025

পুরী রথযাত্রার সম্পর্কে কয়েকটি অজানা তথ্য দেখে নিন এক নজরে,

1 min read
পুরী রথযাত্রার সম্পর্কে কয়েকটি অজানা তথ্য দেখে নিন এক নজরে,
– আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় শুরু হয় রথযাত্রা
– গুণ্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
– মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় ২ কিমি
– প্রতি বছরই নতুন করে প্রতিটি রথ তৈরি হয়
– জগন্নাথের রথের নাম নন্দীঘোষ
– রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন
– নন্দীঘোষের উচ্চতা ৪৫ ফুট, ১৬ চাকা
– ৮৩২ কাঠের টুকরো দিয়ে গড়া হয় রথ
– লাল ও হলুদ কাপড়ে সাজানো হয়
– নন্দীঘোষের সারথির নাম দারুকা
– রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী
– এই রথে ৪ ঘোড়া থাকে
– জগন্নাথের রথের রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি’
– জগন্নাথের রথে সওয়ার হন আরও ৯ দেবতা
– এঁদের মধ্যে আছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র
– জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন
– এই রক্ষীর নাম গারুদা
– বলভদ্রের রথের নাম তালধ্বজ
– রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ
– তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট
– এই রথে মোট ১৪ চাকা রয়েছে
– ৭৬৩ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ
– লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় রথ
– তালধ্বজের সারথির নাম মাতালি
– তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব
– রথের মাথায় পতাকার নাম উন্যানী
– রথের রশির নাম বাসুকি নাগ
– বলভদ্রের রথেও ৯ দেবতা থাকেন
– এঁদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর
– তালধ্বজেও থাকে ৪ ঘোড়া
– সুভদ্রার রথের নাম দর্পদলন
– রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা
-দর্পদলনের উচ্চতা ৪৩ ফুট
– এই রথে মোট ১২ চাকা রয়েছে
– লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ
– দর্পদলনের সারথির নাম অর্জুন
– দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা
– রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি
– সুভদ্রার রথে থাকেন ৯ দেবী
– এঁদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা
– সুভদ্রার রথকেও টেনে নিয়ে যায় ৪ ঘোড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *