জয়দেব গোপ চোপড়া ২০জুলাই: ভোট আসে ভোট যায় ,প্রতিশ্রুতির বন্যা পায় ।কিন্তু ভোট পেরোলেই সব ভুলে যায় ।এই উক্তিটি চোপড়া থানার ৮নং মাঝিয়ালী অঞ্চলের টুনিখাড়ি বাউরিগছ বুথের আদিবাসী পাড়া মাঝিয়ালী গেন্ধাবাড়ি আদিবাসী পাড়ার মানুষের ।গ্রাম বাসিদের অভিযোগ তারা স্বাধীনতার পর থেকেই বঞ্চিত ।তাদের মুল সমস্যা যাতায়াতের ব্যবস্থা ।তাদের গ্রামের দক্ষিণ ও উওর দিকে দুটি বড় খাল পাড় হয়ে ৩-৪কি:মি: দুরে বেরং ব্রিজ অথবা কাঁচাকালী গিয়ে পাকা রাস্তার মুখ দেখা যায় ।কিন্তু বাধা বালুচরি খাল পাড় হওয়ার ।এই খালে কোন ব্রিজ বা কার্লভাট না হওয়ায় সারা বর্ষায় কোমর থেকে বুক ভর জল ভেঙ্গে যাতায়াত করতে হয় ।খুব বর্ষা হলে ঘুরপথে যাতায়াত করতে হয় ।সারা বর্ষায় স্কুল পড়ুয়াদের
ঘুরপথে যাতায়াত করতে সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে না পারায় অনেক সময়ে ক্লাস করতে পারছে না বলে গ্রাম বাসিদের করা অভিযোগ ।তাই তারা স্বাধীনতার পর থেকেই শুধু একটি কার্লভাট দাবি করে আসছেন ।গ্রাম বাসি কমল ওরাও সহ অনেকে জানান, ভোটের আগে সবাই প্রতিশ্রুতির বন্যা দেয় ।কিন্তু, ভোট পেরোলেই সব ভুলে যায় ।কার্লভাট সমস্যায় যাতায়াতে নাজেহাল মাঝিয়ালীর গেন্ধাবাড়ি আদিবাসী পাড়ার মানুষের ।স্বাধীনতার পর থেকেই তাদের একটিই দাবি,বালুচরি খালে কার্লভাট তৈরি ।তাদের সকলের মুখে একটিই বোল !হামাকে কিছু লাগবে না-রে ,শুধু হামার খালে একটি কার্লভাট করি দে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});