নর্থবেবেঙ্গল বোর্ড় ফর ডেভলপেমেন্ট গেমস আন্ড স্পোর্টস এর অন্যতম সদস্য অসীম ঘোষের উদ্দ্যেগে ফুটবল নক আউট টুনামেন্টে খেলা শুরু হতে চলছে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর দিকে ক্লাবের পক্ষ থেকে যে সমস্ত দল অংশ গ্রহন করবে তারা হল নসিরহাট সুকান্ত স্মৃতি চক্র,ভান্ডার একাদশ, স্কুল মাঠ একাদশ ও রাতোন নিউ সাংস্কৃতিক সংঘ। আগামী ৫ই আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে বলে জানা যায় । খেলার উদ্ধোধন করবেন তথা তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ। আসীম ঘোষ এক সাক্ষাৎকারে বলেন আমাদের নতুন ক্রীড়া সংস্থার প্রথম সভার সিদ্ধান্ত হয় উত্তরবঙ্গের প্রতিটি জেলার ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার উৎসাহ দেবার স্বার্থে প্রতিনিয়ত খেলার আয়োজন করতে হবে জেলার প্রত্যন্ত এলাকার প্রতিভাবন ছেলেমেয়েদের নিয়ে। তাদের নিয়মিত খেলার প্রয়োজন উৎসাহ যোগানোর কাজটা আমাদের করতে হবে জানান । কালিয়াগঞ্জ শহরে এই ফুটবল খেলাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক কর্মতৎপরতা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});