January 13, 2025

সিপিএমের জনসভায় রায়গঞ্জের সাংসদ মহঃ সেলিম

1 min read
মুতাহার কামাল  চাকুলিয়াঃ শনিবার পাঞ্জিপারা কালী মন্দির বাজার এলাকায়  সিপিএমের জনসভায় অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন  রায়গঞ্জের সাংসদ মহঃ সেলিম এবং তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন কাশ্মীর থেকে আসা সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক ইউসুফ তারাগামি। উত্তর দিনাজপুর সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল সহ বিভিন্ন ব্লকের  বহু সিপিএমের  শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এদিন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই সভায় কাশ্মীরের রাজ্য সম্পাদক ইউসুফ তারাগামি, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের দেশে নারীরা নিরাপত্তার মধ্যে নেই। প্রতিদিন একের পর এক ঘটনায় ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। আপোসে মানুষের মধ্যে বিভাজন করে মানুষের ঐক্য নষ্ট করার চক্রান্ত চলছে। এই ভাবে দেশের রাজনীতি চলতে পারে না। আপনারা বাংলার সচেতন মানুষ। এ বাংলা গোটা দেশের সঠিক পথ দেখাতে পারে।আর সেটা হবে  সিপিএমের নেতৃত্বে। কারণ এ দল সাধারণ মানুষের স্বার্থ নিয়ে বেশি ভাবে। এদিকে রায়গঞ্জ সাংসদ মহঃ সেলিম কেন্দ্রের বিজেপি কে এক হাত নিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন কিন্তু তা পারেনি। তিনি বলেন,  বাংলার যুবক যুবতীরা আজ দিশেহারা।শুধু তা নয়, কৃষকরা তাদের  উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাচ্ছে না। বাংলার মাটিতে চলছে একটা বুর্জোয়া সরকার। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন ঘটনায় আপনারা পরখ করেছেন। এছাড়া আরও অনেকে বক্তব্য রাখেন এদিন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *