কালিয়াগঞ্জ পৌরসভার উদাসীনতায় এখনো বন্ধ হল না প্ল্যাস্টিক ক্যারিব্যাগ শহরে।
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাজার,
দোকানপাটে
মিলছে
প্লাস্টিক
ক্যারিব্যাগ। যথেচ্ছ ব্যবহারের জেরে বেহাল শহরের নিকাশি ব্যবস্থা।প্লাস্টিক ক্যারিবাগ
নিয়ে অভিযোগ কম নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বার বার অভিযানে নামার কথা জানানো হলেও পুরসভার তরফে কোন ব্যাবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলে পুরসভার উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।কালিয়াগঞ্জের মাছ বাছার হোক বা আনাজের বাজার,সর্বত্র একই
চেহারা কালিয়াগঞ্জে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্যারিব্যাগের ব্যবহার চলছে সর্বত্র। পরিস্থিতি এমন যে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ না দিলে জিনিসপত্র না নিয়েই বাসিন্দারা ফিরে যান বলে অভিযোগ।প্ল্যাস্টিকের ক্যারিবাগের ব্যবহার হচ্ছে খাবারের দোকানেও। কালিয়াগঞ্জের অনেক মুদিখানার দোকান, মিষ্টির দোকান রয়েছে যেখানে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ দেওয়া হয় রসগোল্লা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেটে গেলেও সেই বিষয়ে শহর জুরে রাস্তায় নেমে কোন আন্দোলন নজরে পরেনি তাদের পখ্য থেকে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সচেতন করা হচ্ছে ঠীকই কিন্তু তা লোক দেখানো মাত্র। তা না হলে এখনও দেদার সে প্ল্যাস্টিক ক্যারিবাগ ব্যাবহার
হয় কী করে । জোরদার কোন অভিযান নেই কেন ? তা হলে কী
সরসার মধ্যে ভুত লুকিয়ে আছে নাকি ? এমন মন্তব্য
কালিয়াগঞ্জের কিছু বাসিন্দা দের ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রিন সিটি বানানোর জন্য উদ্যোগ শুরু করেছে ঠিক তখন কালিয়াগঞ্জের পুর শহরে প্ল্যাস্টিক ক্যারিবাগ দেদারসে ব্যাবহার হওয়ার ফলে আগামী দিনে এই শহরে গ্রিন সিটি প্রকল্পে কতটা সাফল্য আসবে তা নিয়ে প্রশ্ন দেখা
দিয়েছে । তাই কালিয়াগঞ্জ পৌরসভার উচিত এব্যাপারে এখনই
কড়া পদক্ষেপ নেওয়া ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});