January 13, 2025

কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২১ তম জন্মজয়ন্তী

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ হেমতাবাদ গৌরাঙ্গস্মৃতি পল্লীপাঠাগারে বিশিষ্ট কথাসাহিত্যিক  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২১ তম জন্মজয়ন্তী যথাযোগ্য  মর্যাদার সঙ্গে পালিত হয়।তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভসূচনা  করেন গ্রন্থাগারের সম্পাদক নৃপেন্দ্রনাথ মহন্ত।হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিশিষ্ট পাঠক সদস্য মিহির দাশগুপ্ত তারাশঙ্করের জীবন ও রচনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।গ্রন্থাগারিক জনরঞ্জন দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *