সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এলো হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম।
1 min read
জয়ন্ত বোস , বর্তমানের কথা বাবা লোকনাথ, ত্রীকাল দরশী বাবা লোকনাথ। বাবার একটি বানী ” রনে,বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পরিবে আমাকে স্মরন করিও , আমি তোমাদের রক্ষা করিব” । এই বানীতে আকৃষ্ট প্রচুর ভক্ত আর যখনই কেউ বিপদে পরেছেন বাবা লোকনাথের নাম স্মরণ করে বাবার চরনযুগলে মাথা ঠেকিয়ে বিপদমুক্ত হয়েছেন অগনিত ভক্ত প্রান মানুষ। এই বিশ্বাস জগত সংসারে ধর্ম প্রান মানুষের মধ্যে, তবে ধর্ম বলতে বিবেকানন্দের কথায় ” জীবে প্রেম করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর “।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানুষের সেবাই ভগবানের সেবা। মানুষের মধ্যেই তো ভগবান অন্তর্নিহিত।তাকে সেবা করাই এক পরম তৃপ্তি।আর এই তৃপ্তির রসনায় এগিয়ে এসেছে কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম। সামাজিক দায়বদ্ধতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসে মানুষের সেবায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম। বিগত বছরে বন্যার সময়ে কালিয়াগঞ্জ ব্লকের বিস্তির্ণ এলাকার বন্যায় আর্ত পীড়িত মানুষের কাছে খাদ্য , বস্ত্র নিয়ে পৌঁছে যাওয়া থেকে শুরু করে , প্রতি বছরই রক্তদান কর্মসূচি গ্রহনে রক্তদান শিবির করে মূমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন রক্তদানে এগিয়ে আসার পরেও থেমে না থেকে এবার মানুষের সেবায় তাদের আরো একটি সামাজিক কাজের সংযোজন হতে চলেছে চক্ষু পরীক্ষা শিবির। এই সেবায় কাছে পেয়েছে কালিয়াগঞ্জের লায়ন্স ক্লাব কে। তাদের সাথে যৌথ উদ্যোগে ও ব্যবস্থাপনায় আগামী ২৯ জুলাই সকাল ১০ টা থেকে শুরু হতে চলেছে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির। হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে। উক্ত শিবিরে চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ এস আহমেদ নিজেই সকল রোগীদের চক্ষু পরীক্ষা করবেন। এই শিবিরে রোগীদের নাম নথিভুক্ত করনের তারিখ ২৭ ও ২৮ জুলাই। লায়ন্স ক্লাবে এবং শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে যোগাযোগের জন্য সকলের কাছেই এই বার্তা পৌঁছে দিতে ফেস্টুন, ব্যানার, হ্যান্ড বিলের মাধ্যমে এই পরিষেবার আয়োজন করেছেন। হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের সম্পাদক , বাবার একনিষ্ঠ ভক্ত প্রান মানুষ, বিশিষ্ট সমাজসেবী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বপন সরকারের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সংবাদ প্রতিবেদক কে জানালেন একটি বৃহত্তর সামাজিক পরিষেবা একার পক্ষে সম্ভব হয় না। তাই দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতায় হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে বাবার অপার কৃপায় ও করুনায়। তিনি আরো বলেন সেবাশ্রমের সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার এক সংঘবদ্ধ উত্সাহ ,উদ্দীপনায় ও নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে এই সেবাশ্রম এবং বাবার অপার কৃপায় বিভিন্ন সময়ে , বিভিন্ন দুর্যোগে সকল স্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা করার যে পরম তৃপ্তি তার কোনো মূল্যেই বিশ্লেষিত হয় না। হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের এহেন সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন পরিষেবামূলক কার্যক্রম আগামী দিনে আরো বিস্তৃতি ও প্রসার ঘটবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});