উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জের তালতলা আজ বিলীন হয়ে গেল
1 min read
তন্ময় চক্রবত্তীঃ- ঐতিহ্যের সাক্ষী কালিয়াগঞ্জের তালতলা আজ বিলীন হয়ে গেল উন্নয়নের এক্সপ্রেসের ধাক্কায় ।কারণ যে তালগাছের নাম অনুসারে তালতলা হয়েছিল আজ সেই তালগাছ গুলো কেটে ফেলা হয় উন্নয়নের স্বার্থে ।বহু বছর আগে এই তাল গাছে বহু রথী মহারথীদের একটা সময় আনাগোনা হতো কালিয়াগঞ্জের কংগ্রেস কার্যালয়ে ।
সর্বত্র ঠিকানা হত কংগ্রেসের তালতলা পার্টি অফিস কার্যালয়ে ।কিন্তু গতকাল যে তাল গাছের নাম অনুসারে তালতলা হয়েছিল একটা সময় আজ সেই তাল গাছ গুলো কে চিরতরে কেটে ফেলা হলো ।তাই আজ তালতলা নেই আছে শুধু এক রাশ স্মৃতি ,আর আছে সেই তাল গাছের তলা।
এদিকে কালিয়াগঞ্জের তালতলায় পরপর তিনটি গাছ কেটে ফেলায় কালিয়াগঞ্জের মানুষেরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে।কেউ বলছে এগুলো কি বাচিযে উন্নয়ন করা যেত না?
আবার কেউ বলছে উন্নয়ন হলে কিছুটা স্বার্থ ত্যাগ করতে হবে মানুষকেআবার অনেকে বলছে কালিয়াগঞ্জের তৃণমূল পরিচালিত পুরবোর্ডে তাল গাছ কেটে তালতলার স্মৃতি চিরতরে বিলীন করে একটি নযা দৃষ্টান্ত দেখলো যা এর আগে কেউ দেখতে পারেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গতকাল যখন সেই তালগাছ গুলো কাটছিল তখন দেখা যাচ্ছিল কিছু কিছু মানুষ কে শেষ বারের মতো উঁকি মারতে। ঐ সময়ে অনেকে বলছিলেন পশ্চিম বাদ দিয়ে যখন রাজ্যের নাম বাংলা হলো তখন কি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী তালতলা মোড়ের নাম তাল বাদ দিয়ে শুধু তলা নাকি তলাকে রেখে অন্য কোন শব্দ চয়নে যুক্ত হয়ে নতুন নামকরনে বিখ্যাত হয়ে উঠবে ?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর যাই হোক না কেন কালিয়াগঞ্জের তালতলা যে আর আজ থেকে থাকল না সেটা নিয়ে কোন সন্দেহ নেই।এখন দেখার বিষয় কালিয়াগঞ্জের পুরবোর্ড এরকম আর কত স্মৃতি বিজারিত জিনিস ভেঙে দিয়ে কালিয়াগঞ্জের উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে পারে সেটা সময় বলবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});