January 12, 2025

ডালখোলা জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো " গ্রীন এন্ড ক্লীন প্রোগ্রাম "।

1 min read
জয়ন্ত বোস , বর্তমানের কথা গ্রীন ডালখোলা, ক্লীন ডালখোলা স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকাল ১০ টায় ডালখোলা জিআরপি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জয়ন্ত রায়ের নেতৃত্বে ডালখোলা জিআরপি থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ” গ্রীন এন্ড ক্লীন প্রোগ্রাম “। এলাকায় সবুজায়ন এবং এলাকা পরিষ্কার রাখার এক পরিবেশ দায়বদ্ধতায় এগিয়ে আসলো ডালখোলা জিআরপি থানার পুলিশ। এদিন সকাল সকাল ডালখোলা জিআরপি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর জয়ন্ত রায় উক্ত জিআরপি থানা ক্যাম্পাসে ” গ্রীন এন্ড ক্লীন প্রোগ্রাম ” শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা

লখোলা জিআরপি থানার এসআই বিপ্লব পাল, এএসআই মহাদেব মন্ডল, পুলক দত্ত, পুরুষ ও মহিলা কনস্টেবলরা এবং সিভিক পুলিশরা। অফিসার ইনচার্জ জয়ন্ত রায় খবরের প্রতিবেদক কে জানান চারিদিকের যেভাবে সবুজায়ন ধ্বংস হচ্ছে তাতে করে আবহাওয়ার যে পরিবর্তনে দিনের পর দিন তাপদাহ ও অনাবৃষ্টির প্রকোপ বেড়ে চলেছে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সেখানে নতুন করে বৃক্ষ রোপন না করতে পারলে আগামী দিনে যে এই ধরনী ভয়ঙ্করতম হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নাই এবং সমাজ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সকলের একটি সামাজিক দায়িত্ববোধ আছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাই সকল কারনে পুলিশের মাত্রাতিরিক্ত ডিউটির চাপ থাকা সত্ত্বেও মানুষের সেবায় থাকা পুলিশদের এই মহান সামাজিক কাজ ” গ্রীন এন্ড ক্লীন প্রোগ্রাম ” এ এগিয়ে আসা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। আর পরিবেশের ভারসাম্য রক্ষা করার স্বার্থে ডালখোলা জিআরপি থানার উদ্যোগে থানা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হলো ” গ্রীন এন্ড ক্লীন প্রোগ্রাম “.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *