চোপড়াতেও পালিত হল কালা দিবস
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জয়দেব গোপ চোপড়া ৫আগস্ট:সারা রাজ্যের সাথে চোপড়াতেও পালিত হল কালা দিবস ।এদিন বিকেলে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি বিশাল মিছিল গোটা চোপড়া বাজার পরিক্রমা করেন ।পরিক্রমা শেষে একটি স্টেট কর্নারও করা হয় বলে জানান, চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির আবেদিন ।তিনি জানান,আসামে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের ওপর আক্রমণের প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করা হল
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});