January 12, 2025

চোপড়ার যাত্রী প্রতীক্ষালয় গুলি বে দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠলো

1 min read
জয়দেব গোপ চোপড়া ৫আগস্ট:চোপড়ার যাত্রী প্রতীক্ষালয় গুলি বে দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠলো।যার ফলে ভোগান্তিতে যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, যাত্রী প্রতীক্ষালয়  থেকেও নেই চোপড়ার কাঁচাকালী ও কালাগছ মোড়ে ।এই যাত্রী প্রতীক্ষালয় দুটিতে একটিতে চা দোকান আর অন্যটিতে বসত বাড়ি হয়েছে। কিন্তু পঞ্চায়েত বা প্রশাসন কারও তেমন নজরে নেই। উল্লেক্ষ্য কাঁচাকালীর যাত্রী প্রতীক্ষালয়টিতে একজন সাফাই কর্মী পরিবার নিয়ে বসবাস শুরু করেছে ।অন্য দিকে চোপড়ার জনবহুল বাস স্ট্যান্ড কালাগছ ।এখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী বাসে ওঠা নামা করেন ।তাই সরকারী উদ্যোগ এখানে একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছে ।কিন্তু, পঞ্চায়েত প্রশাসনের নজর এড়িয়ে এই প্রতীক্ষালয়ে বসেছে চা দোকান ।যার ফলে রোদ বৃষ্টি ঝর কে মাথায় নিয়ে মহিলা পুরুষ যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে বাস ধরার জন্য ।এ ব্যাপারে চোপড়ার প্রধান হানিফ মহম্মদ জানান,বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ।যাত্রীরা চাইছেন প্রশাসনের উদ্যোগে যাত্রী প্রতীক্ষালয়গুলি দখল মুক্ত হোক ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *